pic source: sangbad pratidin
কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল অভিনেতা তাপস পালের শেষকৃত্য। কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত অভিনেতাকে গান স্যালুট দেওয়া হয়। 

বুধবার দুপুর একটার পর রবীন্দ্র সদন থেকে কেওড়াতলায় নিয়ে যাওয়া হয় তাপস পালের মৃতদেহ। সেখানে প্রথমে তাঁকে গান স্যালুট দেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চ্যাটার্জি। ছিলেন টালিগঞ্জের অন্য শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা।

বেলা ১১টা নাগাদ গল্ফ গ্রিনের বাড়ি থেকে প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় তাপস পালের মৃতদেহ। পরে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় তাপস পালের দেহ। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথা বলেন তাপস পালের পরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনী। তাঁদের সান্ত্বনা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাশে থাকার আশ্বাস দেন তিনি। 

প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন একাধিক নেতামন্ত্রীও।