বর্তমানে ভারতের যানবাহনে BS-IV বা ভারত স্টেজ-IV মানের জ্বালানি ব্যবহার করা হয়। এটি ইউরো-IV নির্গমন-অনুবর্তী জ্বালানির সমমানের। যানবাহনের দূষণ কমাতে সেখান থেকে ভারত একলাফে BS-VI বা ইউরো-VI মানের জ্বালানিতে চলে যাচ্ছে। বড় শহরগুলিতে গাড়ির জ্বালানি বায়ু দূষণের বড় কারণ। ইউরো-VI মানের পেট্রল-ডিজেল ব্যবহারের ফলে দূষণের মাত্রা এক ধাক্কায় কয়েকগুণ হ্রাস পাবে। কারণ স্বচ্ছতম এই জ্বালানিতে সালফারের মাত্রা একেবারেই নগন্য।

     বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলি যা করতে পারেনি মাত্র তিন বছরে তা করে দেখাতে চলেছে ভারত। আগামী ১ এপ্রিল থেকে ভারতে বিশ্বের স্বচ্ছতম পেট্রল এবং ডিজেল বিক্রি শুরু হবে। দেশের বৃহত্তম জ্বালানি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান সঞ্জীব সিং বৃহস্পতিবার জানান, ইতিমধ্যেই BS-VI মানের জ্বালানি তেল উত্‍‌পাদন শুরু হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই তা ডিপোগুলিতে পৌঁছে যাবে। তিনি বলেন, আইওসি ১ এপ্রিলের ডেডলাইন সামনে রেখে এগোচ্ছে। ১ এপ্রিল থেকে সমস্ত পেট্রলপাম্পে ১০০% BS-VI মানের জ্বালানি তেল মিলবে।