পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকার কৃষকদের স্বার্থে চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের নির্দেশে কৃষকদের এই সুরক্ষা প্রকল্পে রাজ‍্যের বিভিন্ন ব্লকে ব্লকে কৃষকদের চেক প্রদান করা হচ্ছে। 

এদিন, সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের চেক হাতে তুলে দেওয়া হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে ওকড়াবাড়ী অঞ্চলের প্রতিটি গ্রামের কৃষকরা রাজ‍্য সরকারের দেওয়া চেক গ্রহন করতে উপস্থিত হন । 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

উপস্থিত ছিলেন দিনহাটা ১নং ব্লকের আধিকারিক সৌভিক চন্দ, এডিও সুবোধ চন্দ্র মল্লিক, পঞ্চায়েত সদস‍্য নাসির হোসেন মিনাজ প্রমুখ। কৃষকবন্ধু প্রকল্পের চেক হাতে পেয়ে এক কৃষক জানান, "মমতা বন্দোপাধ‍্যায় কৃষকদের সাহায‍্যের হাত বাড়ানোয় আমরা খুশি। "

পঞ্চায়েত সদস‍্য নাসির হোসেন মিনাজ বলেন, "মমতা বন্দোপাধ‍্যায়ের এরুপ উদ‍্যোগে আমরা খুশি। গ্রামের কৃষকদের হাতে চেক তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরে ভালো লাগছে। এতে করে, যারা অর্থের অভাবে ফসল ফলাতে পারছে না, বা পারলেও ক্ষতির সম্মুখীন হয়েছে তাঁরা কিছুটা হলেও রেহাই পেল। কৃষকরা খুশি হলেই আমরা খুশি।" 

এছাড়াও, এলাকার বিশিষ্টজনেরাও কৃষকদের স্বার্থে কৃষক বন্ধু প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে।