Pic source: kolkata 24x7

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সারা দেশজুড়ে সরব হয়েছে বিরোধীরা সাথে সাথে পশ্চিমবঙ্গও। রাজ‍্য জুড়ে বিক্ষোভ, সমাবেশ, মিছিল সংঘটিত হয়েছিল। এমনকি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ও পায়ে পা মিলিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিপক্ষে গর্জে ওঠার ডাক দিয়েছেন। কিন্তু, তৃণমূল সরকার আইনের পথে না হাটলেও বামফ্রন্ট পরিষদীয় দলনেতা সিপিআই(এম) বিধায়ক সুজন চক্রবর্তী আইনি লড়াইয়ে শামিল হয়েছেন ৷ সুপ্রিমকোর্টে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে প্রায় দেড়শো মামলা জমা হয়েছে। 

সুজন চক্রবর্তীর পক্ষে আইনজীবী শামিম আহমেদ। সুপ্রিম কোর্টে সিএএ বাতিলের দাবিতে যে রিট পিঢিশনটি দাখিল করেছেন, তার শুনানিও হবে বাকি মামলাগুলির সঙ্গে৷ সুজন চক্রবর্তীর হয়ে এই মামলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্যও লড়াই করবেন ৷ 

সিএএ-বিরোধী প্রস্তাব গ্রহণে প্রথমে মুখ্যমন্ত্রী রাজি না থাকলেও, পরে বাম ও কংগ্রেসের সমালোচনার মুখে রাজি হয়েছেন৷ বিধানসভায় গৃহীত হয়েছে প্রস্তাব। কিন্তু, রাজ্য সরকার আদালতে এর বিরুদ্ধে সামিল হয়নি ৷

সিপিআই(এম)’র রাজা সম্পাদক সূর্য মিশ্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেছিলেন,

পশ্চিমবঙ্গ সরকারের উচিত কেরালা সরকারের মতোই সিএএ এর বিরুদ্ধে মামলা করা। সরকারি তহবিল থেকে ১০কোটি খরচ করে চিটফান্ড কান্ডে সিবিআই তদন্ত বাঁচতে সুপ্রিম কোরৃটে মামলা লড়তে পারে তবে রাজ‍্যের মানুষের স্বার্থে আপত্তি কেন! 

সুজন চক্রবর্তী সাংবাদিকদের বলেছেন, সিএএ'র বিরদ্ধে আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে। আমাদের সংবিধান অনুসারে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব হয় না, অথচ এই আইনে সেটাই দেওয়ার কথা বলা হয়েছে৷ তাই এই আইন বাতিল করার দাবি জানিয়ে আদালতে আবেদন জানানো হয়েছে ৷ 

সুজন চক্রবর্তীর অইিনজীবী শামিম আহমেদ জানিয়েছেন, শুধু ধর্ম নিয়ে নয়, এই আইনে শুধু তিনটি দেশকেই বেচে নেওয়া হয়েছে তাতেও আপত্তি করা হয়েছে৷ এছাড়াও, ২০১৪ সালকে যেভাবে কাট অব ডেট বা সময়সীমা করা হয়েছে তার পিছনে কোনও যুক্তি নেই বলেও আপত্তি করা হয়েছে৷ উদ্বাস্তুদের অধিকারের ওপরেও আক্রমণ করা হয়েছে এই আইনে ৷ যেই জন্যও আইিনটি বাতিল করার আবেদন জানানো হয়েছে৷
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222