Latest News

Ad Code

CAA ও NRC ফেস্টুন ছিড়ল মহিলা! রাতের অন্ধকারে চলল বাকযুদ্ধ!


CAA ও NRC ফেস্টুন ছিড়ল মহিলা! রাতের অন্ধকারে চলল বাকযুদ্ধ!

রবীন মজুমদার/ দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা পৌর কর্পোরেশন ১০১ ওয়ার্ডের ঘটনা । ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। এই বিষয়ে বিজেপির শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পাটুলি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে! BJMTU রাজ্য সাধারণ সম্পাদক রাহুল সাউ ঠিক এমনটাই জানান।

 BJMTU (বিজেপি ট্রেড ইউনিয়ন) এর তরফ থেকে সিএএ সমর্থনে বেশ কিছু হোর্ডিং ব্যানার লাগানো ছিলো ঐ ওয়ার্ডে। অভিযোগ সেইগুলো রাতের অন্ধকারে কেউ বা কারা প্রতিনিয়ত ছিড়ে নিয়ে চলে যাচ্ছিল। ইতিমধ্যে ১০ টিরও বেশি ব্যানার  ছিরে গায়েব করে দেওয়া হয়েছে।

অভিযুক্ত এক মহিলাকে এই দিন রাতে বিজেপির নেতা কর্মীরা হাতে নাতে পাকরাও করে।  অভিযুক্ত মহিলার নাম কস্তুরী বাসু, পাটুলি পি.এস এর  ঠিক পিচছোনের ফ্ল্যাটে বসবাস করেন।

রাহুল সাউ এ ব্যাপারে জানান যে,  "আমরা প্রতিবাদ করলে আমাদের উপর ঐ মহিলা  চড়াও হয় এবং আমাদের বিজেএমটিইউ কে এসডি জেলা সভাপতি তুলসী ঘড়ামিকে চড়ধাপ্পর মারেন।" 'উল্লেখ থাকে অভিযুক্ত কস্তুরি বসু  কিছু সমাজ বিরোধী দুস্কৃতি নিয়ে বিজেপির কর্মীদের উপর হামলা চালায়।' এবং আরো হুমকি দিয়ে বলেন যে "বিজেপির সবাইকে মিথ্যে মামলা তে ফাসানো হবে। দিলীপ ঘোষের চামচা দেরকে এই এলাকায় থাকতে দেবেন না ও বিজেপি  করতেও দেবেন না। যেমনটি ৩০ শে জানুয়ারী ২০২০ পাটুলিতে বিজেএমটিইউর অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষ কে মিথ্যে মামলা তে ফাসানো হয়েছিলো। ঠিক তেমন আজ ও ফাসানো হবে।"

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222



রাহুল সাউ বলেন "যেখানে এই ঘটনা ঘোটেছে সেখনে সংখ্যালঘু ভাইরা থাকেন, ওনারাও প্রতিবাদ জানিয়েছেন। আর এই ঘটোনার প্রতক্ষ্যদর্শীরা ওই মহিলা ও তার দলবল কে চিন্হিত করেছেন। এবং উনারা জানিয়েছেন এ মহিলা পুরো ওয়ার্ডে সবাইকে এনপিআর নিয়ে ভুল বোঝাচ্ছেন ও বিভ্রান্ত করছেন ।  আর আজ ও উনি ঘটনাস্থলে গিয়েছিলেন । উনি এলাকার সুস্থ পরিবেশ কে দুর্বিসহ করছেন। আমরা ওনাদের মানসিকতাকে ধিক্কার জানাইই .."

বিজেএমটিইউর রাজ্য সভাপতি শ্রী বাবন ঘোষ বলেন যে "এই সমস্ত চক্রান্ত তৃনমুল ও বামফ্রন্ট জোট বেঁধে করছে।"

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাবান ঘোষ বলেন "আমার মাটি আমার দেশ, মানছি না মানবো না অনুপ্রবেশ।"

Ad Code