Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভালোবাসার স্পর্শে মৃত্যুকে জয়

প্রীতম ভট্টাচার্য্যঃ 

আমরা যারা প্রতিদিন কোনো না কোনো কারণে নিজেদের কে মৃত্যুর পথে ঠেলে দিই।তখন ভালোবাসার স্পর্শে কোথাও যেনো মৃত্যু ঘুড়ে দাঁড়ায়। বলে বাঁচতে হবে এখনও সময় হয়নি।

ছেলেটির আবদার অমান্য মেয়েটির, ফল জানালা দিয়ে মুখে আ্যসিড।ছেলেটির মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে বুকের হাড় ভেঙে যায়। তখনও বেঁচে থাকাটা ক্ষীন, ডাক্তারের জবাব বাঁচালে একমাত্র ঈশ্বর ভরসা।মাল্টিঅর্গ্যান ফেলইওর, ২৪ দিন ভেন্টিলেশন। রাস্তা পার হতে গিয়ে মেয়েটিকে ১৬চাকার লরি পিশে দেয় মারাত্মক ভাবে। বহুদিন মৃত্যুর সাথে পাজ্ঞালড়া মেয়েটি একদিন পর্বত জয় করে। কোনো গল্পকথা নয় বা সিনেমাও নয়। ওদের নিজেদের জীবনের কথা পারমিতা বেরা,পাপাই রায়,সম্রাট কর,ও স্তুতি দাসদের এই নির্মম কাহিনী শোনালো তাদের কন্ঠে স্পর্শ। 

গতকাল ভাষাদিবসে স্পর্শের ছোঁয়ায় কৃষ্ণনগর দ্বিজেন্দ্রমঞ্চ এক নতুন পৃথিবীর সাক্ষী থাকলো ভালোবাসার " স্পর্শে"।

Ad Code