![]() |
pic source:hindusthan times |
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। শুক্রবার টুইট করে তাঁর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। জানান, এবার সামনের দিকে তাকানোই তাঁর লক্ষ্য। ৩৩ বছরের প্রজ্ঞানকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রিকেট মহল।
৩৩ বছরের এই ক্রিকেটার ২৪টি টেস্ট, ১৮টি ওডিআই এবং ছ'টি টি২০ খেলেছেন দেশের জার্সিতে। সেখানে তিনি যথাক্রমে ১১৩, ২১ ও ১০ উইকেট নিয়েছেন। তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষ খেলেছেন ২০১৮ তে বিহারের হয়েছে প্রথমশ্রেণীর ম্যাচে। ভারতের জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচে তিনি ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন ২০১৩ তে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেটাই ছিল সচিন তেন্ডুলকরের বিদায়ী ম্যাচ। আইপিএলে ডেকান চার্জাস ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন প্রজ্ঞান।
ওঝা বলেন, ‘‘বড় ভাইয়ের মতো আমাকে পথ দেখানোর জন্য ভিভিএস লক্ষ্মণের প্রতি আমি কৃতজ্ঞ। ভেঙ্কটপতি রাজু ছিল আমার রোল মডেল। হরভজন সিং আমাকে সব সময় উপদেশ দিয়ে গিয়েছেন। এবং এমএস ধোনি আমাকে ভারতের জার্সি পরার সুযোগ করে দিয়েছে।'' দুঃসময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রজ্ঞান ওঝা।
Social Plugin