১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১x১৫=১৫

গদ্যাংশ

১] আর্যাবর্ত বলতে যে অঞ্চলকে বোঝানো হতো-

ক] কাশ্মীর থেকে কন্যাকুমারী খ] কাশী থেকে কন্যাকুমারী

গ] হিমালয় থেকে বিন্ধ্যপর্বত ঘ] বিন্ধ্য থেকে সিংহল।

২] অলিপর্বা যে বস্তায় সোনা এনেছিল তা কি দিয়ে তৈরি?-

ক] রূপো খ] পাট গ] চামড়া ঘ] ধানের খোসা

৩] ‘আর্যাবর্তবর্ননম’- রচনাটি কোন জাতীয় কাব্য-

ক] গদ্যকাব্য খ] চম্পূকাব্য গ] গীতিকাব্য ঘ] গল্পসাহিত্য

৪] অলিপর্বার গৃহপালিত পশু ছিল- ক] গরু খ] মহিষ গ] গাধা ঘ] অশ্ব

পদ্যাংশ

৫] ‘গঙ্গাস্ত্রোত্তম্‌’ কোন্‌ ছন্দে রচিত?-

ক] মন্দাক্রান্তা খ] পজ্‌ঝটিকা গ] শার্দুলবিক্রীড়িতম্‌ ঘ] মালিনী

৬] ‘শ্রীমদ্ভগবদ্‌গীতা’- মহাভারতের কোন্‌ পর্বে আছে?-

ক] ভীষ্ম খ] দ্রোন গ] কর্ণ ঘ] শল্য

৭] পুনর্জন্ম না হওয়ার কারন-

ক] গঙ্গাতীরে বাস খ] গঙ্গাজল পান গ] গঙ্গাস্নান ঘ] গঙ্গাস্ত্রোত্তপাঠ

৮] গীতা গ্রন্থে ‘যোগ’ শব্দের অর্থ কি?-

ক] কর্মের কৌশল খ] যুক্ত করা গ] ব্যায়াম ঘ] যোগদান

নাট্যাংশ

৯] ‘দর্শনীয়ং তে বপুঃ’- উদ্দিষ্ট ব্যাক্তি কে?-

ক] ইন্দুশর্মা খ] রাজা গ] কৌমুদী ঘ] কনকলেখা

১০] ‘স এব মন্মানসং’- মন্মানসটি কে?-

ক] বসন্ত খ] মকরন্দ গ] রাজা ঘ] প্রমোদ

১১] অতিথিরা রাজার জন্য কোথায় অপেক্ষা করেছিল?-

ক] পান্থশালায় খ] সংগীতশালায় গ] মন্দিরে ঘ] রাজসভায়

১২] ‘বাসন্তিকস্বনম্‌’- নাটকে উল্লিখিত বৃদ্ধের নাম কি?-

ক] যশোবর্মা খ] ইন্দুবর্মা গ] ইন্দুশর্মা ঘ] বিষ্ণুশর্মা

সাহিত্যোতিহাস

১৩] কালিদাস রচিত একটি গীতিকাব্যের নাম হল-

ক] অভিজ্ঞান-শকুন্তলম্‌ খ] মেঘদূতম্‌ গ] রঘুবংশম্‌

ঘ] কুমারসম্ভবম্‌

১৪] ‘স্বপ্নবাসবদত্তম্‌’- কার রচনা-

ক] কালিদাস খ] বিশাখদত্ত গ] শূদ্রক ঘ] ভাস

১৫] ‘গীতগোবিন্দ’ কাব্যের কবি কে?-

ক] কালিদাস খ] জয়দেব গ] শূদ্রক ঘ] বিশাখদত্ত


আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন

২। পূর্ণবাক্যে উত্তর দাওঃ ১x১১=১১

গদ্যাংশ [যে কোন তিনটি]

১] ‘নলচম্পূ’ ছাড়া কবি ত্রিবিক্রমভট্ট রচিত অন্য একটি চম্পূকাব্যের নাম লেখ।

২] কাশ্যপ কীভাবে ধনবান হয়েছিল।

৩] ‘আর্যাবর্ত’- শব্দটির অর্থ কি?

৪] অলিপর্ব্য সোনারূপো সংগ্রহ করে কীভাবে নগরে ফিরে এসেছিল?

পদ্যাংশ [যে কোন তিনটি]

৫] গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে কেন?

৬] মুনিবরকন্যা কে?

৭] নিষ্কাম কর্মের দ্বারা কে কে মোক্ষলাভ করেছিল?

৮] কর্মেন্দ্রিয় কি কি?

নাট্যাংশ [যে কোন তিনটি]

৯] কোন্‌ ঋতুতে রাজার বিবাহ অনুষ্ঠিত হবে?

১০] রাজার সঙ্গে কে কে দেখা করতে আসেন?

১১] পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে?

১২] নাট্যাংশ থেকে বিবাহের দুটি শ্রতিশব্দ উল্লেখ করো।

সাহিত্যের ইতিহাস [যে কোন দুটি]

১৩] সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্তক নাটকের নাম লেখ?

১৪] ভাসের রামায়নমূলক দুটি নাটকের নাম লেখ?

১৫] মৃচ্ছকটিকম্‌- এর রচয়িতা কে?


sanskrit part-a 

আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন