দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে ফের ক্ষমতায় আম আদমি পার্টি। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এই ফলাফলে প্রমাণিত বিজেপিকে তুলে দিল্লির রাস্তায় মানুষ আছাড় মেরে ফেলে দিয়েছে। কয়েক মাস আগেই লোকসভা নির্বাচনের নিরিখে দিল্লির প্রায় প্রতিটি আসনে এগিয়ে ছিল বিজেপি। আর এখন বিধানসভা নির্বাচনে প্রায় প্রতিটি আসনেই এগিয়ে আপ এবং পিছিয়ে বিজেপি। আসলে মানুষ বিভাজন-সাম্প্রদায়িকতা- অসহিষ্ণুতা-ঔদ্ধত্যের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ।”
সুজন চক্রবর্তী আরও বলেন, “বিজেপির ঔদ্ধত্যের জবাব মানুষ মহারাষ্ট্র-এ দিয়েছে, হরিয়ানাতে দিয়েছে, ঝাড়খন্ড-এ দিয়েছে। তাই এত চেষ্টা করেও দিল্লি দখল করতে পারলো না। সব শক্তি প্রয়োগ করেছিল বিজেপি। প্রচুর সাংসদকে সেখানে রেখে দিয়েছিল তারা। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী পাড়ায় পাড়ায় মিটিং মিছিল করেছিলেন। তাতেও জিততে পারলেন না। আসলে বিজেপি সর্বশক্তিমান নয়, সেটা ফের একবার প্রমাণিত হলো।”
Social Plugin