এদিকে মঙ্গলবার জয় সুনিশ্চিত হওয়ার পরে রাতের দিকে বিছয় মিছিল বেরিয়েছিল রাজধানীতে। সেখানকার মেহেরাউলি কেন্দ্রে পুনরায় জিতেছেন আপ বিধায়ক নরেশ যাদব । তাঁর নেতৃত্বেই বেরিয়েছিল বিজয় মিছিল। জয়ের আনন্দে মন্দিরে গিয়ে পুজোও দেন ওই বিধায়ক। তারপর যখন মিছিলে হাঁটতে শুরু করলেন তখনই চলল গুলি।
অভিযোগ, বন্দুকবাজ গাড়িতে করে এসে মিছিল লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বন্দুকবাজকে দেখতে না পেলেও গাড়িটিকে দেখেছেন। এই ঘটনায় এক আপ সমর্থকের মৃত্যু হয়েছে।
मेहरौली विधायक नरेश यादव के क़ाफ़िले पर हमला अशोक मान की सरेआम हत्या ये है दिल्ली में क़ानून का राज, मंदिर से दर्शन करके लौट रहे थे नरेश यादव— Sanjay Singh AAP (@SanjayAzadSln) February 11, 2020

Social Plugin