সন্দেহ প্রবন
রাজীব পাল

ছটফটানি হওয়ার সাথে দেয়ালের বিরোধ চিরদিনের.....
যার কাছে প্রেম নেই,যার কাছে থেকেও নেই প্রেম
সন্দেহ তার প্রধান হাতিয়ার।
ফুলের উপর মধুচর এলে সে ফুঁসতে থাকে
গাছ শুদ্ধ উপড়ে ফেলে দেয়।
আমরা জানি ঈশ্বর বা মৃত মানুষ কাওকে সন্দেহ করেনি কোনোদিন
শুধু উস্কে দিয়েছে।

যাকে সন্দেহ করছেনা কেউ। সে মানুষ বড় একা

রাস্তার পাশে,ধুলো জমে যাওয়া শরীর
কোনো ঈশ্বর নয়,মৃত মানুষ নয়
পাগল,হাতে পাউরুটি

আমার কেমন যেন সন্দেহ হচ্ছে,
আমি ওর খাবার কেড়ে নিতে পারি
---এই ভেবে ও আমায় সন্দেহ করছে না তো।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222