মালদা জেলার পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত বুলবুলচন্ডী মোড়ে স্বামী বিবেকানন্দের দীর্ঘদিনের মূর্তি ঢেকে দিয়ে বিশ্ববাংলার লোগো তৈরি করছে তৃণমূল পরিচালিত পৌরসভা-এমনি অভিযোগে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পৌর নির্বাচনের আগে এই ভাবে মনীষীর অপমান কিছুতেই মানুষ মেনে নিতে পারছেনা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হিন্দু মহাসভার জেলা সভাপতি উত্তম কুমার নন্দী । তিনি বলেন , "তৃণমূলের থেকে আর কিবা আশা করা যায় । একজন মনীষী যিনি সারা বিশ্বে সম্মানিত,তিনি বাংলায় তৃণমূলীদের দ্বারা যে ভাবে অপমানিত হচ্ছেন সেটা আমাদের লজ্জা ।"
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
তিনি আরো বলেন," যে পৌরসভায় এখনো বৃষ্টির জল জমা থাকে দিনের পর দিন, যেখানে বাড়ি পেতে দিতে হয় কাটমানি, যেখানে জল কর দিতে হয়, পৌরসভা মানেই কাটমানির আখড়া, সেখানে এই সরকার কাটমানির জন্য এরা সব করতে পারে।"
হিন্দু মহাসভার মালদা জেলা কমিটি এই ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূর্তিটি কোন ভাবেই ওই স্থান থেকে সরানো যাবে না, মূর্তি রেখেই সৌন্দর্যায়ণ হোক এটা হিন্দু মহাসভা দাবি রাখছে ।
Social Plugin