পুলওয়ামার ঘটনার পর এক বছর কেটে গিয়েছে ৷ সেদিনের সেই ঘটনায় শহীদদের মধ্যে একজন ছিলেন মেজর বিভূতি শঙ্কর ধৌনদিয়ালও ৷ স্বামীর কফিন বন্দি দেহকে ছুঁয়ে স্ত্রী নিকিতা কউল ধৌনদিয়াল কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘আই লভ ইউ...’৷ শহীদ জওয়ানের বিধবা স্ত্রী-র কান্না নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


     সেই শহীদ মেজর বিভূতি ধৌনদিয়ালের স্ত্রী নিকিতা কউল ধৌনদিয়াল এবার যোগ দিতে চলেছেন সেনাবাহিনীতে। স্বামীর মৃত্যুর পরেই ঠিক করে নিয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করে যাবেন তিনি৷ সেই জন্য এসএসসি-র লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিয়েছেন নিকিতা। মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছেন। পরীক্ষার ফল ভালই হবে বলে আশা করছেন তিনি।

শহীদ মেজর বিভূতি ধৌনদিয়ালের স্ত্রী নিকিতা কউল ধৌনদিয়াল কি বললেন, শুনে নিন ভিডিওতে-