অস্কার পাচ্ছেন নির্বাসন প্রাপ্ত ক্রিকেটার সাকিব আল হাসান

আইসিসির দেয়া নিষেধাজ্ঞার মধ্যে থেকেও সেরা বোলিং ফিগারের জন্য অস্কার পুরস্কার জিতেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ২০১৩ সালে ক্যারিবিয়ান সুপার লিগে (CPL) বোলিং ক্যাটাগরিতে সেরা বোলিং ফিগারের রেকর্ডধারী হিসেবে এই পুরস্কার জিতেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব।

সিপিএলে প্রথম আসরে ত্রিনবাগো রাইডার্সের বিপক্ষে বার্বাডোসের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব। সিপিএলে সাকিবের সেই রেকর্ড আজও সিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড হিসেবে অক্ষত আছে।


সেদিনের সে কীর্তির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেরা বোলিং স্পেল ক্যাটাগরিতে অস্কার জিতেন সাকিব। সিপিএলের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের আগুন ঝড়া ওই বোলিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে।


আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222
*** সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, নিউজ ডেস্ক থেকে সরাসরি সংগৃহীত