গতকাল রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে বলেন, মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কোনো কোনো মহল কিছু মানুষকে ব্যবহার করে বাংলার ছাত্রছাত্রীদের প্রথম বড়ো পরীক্ষা যাতে শান্তিতে সুষ্ঠভাবে হয়, সবাই তাঁদের মেধা প্রদর্শন করতে পারে তাকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা সরকারের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে যে পরীক্ষা হচ্ছে তাতে রাজ্যের প্রশাসন, ডিএম, এসপিসহ সর্ব স্তরের আধিকারিকরা আমাদের শিক্ষা দপ্তরের সবাই ও এর সাথে সম্পর্কিত অভিভাবকরা সকলেই চেষ্টা করছি আমাদের সন্তানেরা শান্তিপূর্নভাবে সকলের আশির্বাদ নিয়ে উত্তীর্ন হতে পারে।
তিনি জানান- গত দুদিনে দেখা যাচ্ছে কেউ কেউ সম্পূর্ন বিভ্রান্ত ছড়াচ্ছে। আসলে কেউ দেখছে না যে এটা নিয়ে চক্রান্ত হচ্ছে। গত দুদিনে ৮ ও ১৬ জনকে হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়াও, মুখ্যমন্ত্রী দু-একটা বিদ্যালয় পরিদর্শন করেছে। সরকারের এত মানবিক মুখ। বারণ করা সত্বেও অনেকেই মোবাইল নিয়ে যাচ্ছে। মোবাইল পাওয়া ১৯জনের মোবাইল বাজেয়াপ্রাপ্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, যেই এবারে যুক্ত থাকুক সাইবার ক্রাইম অনুযায়ী তাঁকে শাস্তি দেওয়া হবে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
তিনি অভিভাবকদের আশ্বস্থ করে বলেন, কোনো চিন্তা করবেন না আমরা শিথিল হবো না। উপযুক্ত ব্যবস্থা নেব। সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। তিনি অভিভাবকদের বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। সবরকম ব্যবস্থা চলছে যেখানে যেভাবে দরকার প্রযুক্তির ব্যবহার করে নজর রাখছি। এবার কেউই ছাড় পাবে না। ছাত্রদের এই পরীক্ষা নিয়ে যদি কেউ ছেলেখেলা করে তবে তা দমন হবে।
তিনি সাংবাদিকদের আবেদন করেন, সত্য ঘটনা দেখে সংবাদ করার।
তিনি আরও বলেন, ৯৯.৯৯% ছাত্রছাত্রীরা সুন্দরভাবে, সৎভাবে পরীক্ষা দিচ্ছে এতে আমি খুব খুশি।
Social Plugin