pic source: business standard

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজধানী। নাগরিকত্ব আইনের পক্ষে ও বিরুদ্ধে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের তিনদিনে রাস্তায় পড়ে লাঠি, ভাঙা কাঁচের টুকরো। অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকা। চাঁদবাগ ও ভজনপুরা এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ছবিও ধরা পড়েছে।

এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত ৪জন সাংবাদিক। উত্তর-পূর্ব দিল্লির সশস্ত্র জনতা তিনজন সাংবাদিকের উপরে হামলা চালায়। ওই তিনজনের মধ্যে একজন ক্যামেরাম্যানও রয়েছেন। এনডিটিভি সাংবাদিক অরবিন্দ গুণাসেকর এবং সৌরভ শুক্লাকে মারধোর করা হয়।
pic source: ndtv
একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। জে কে 24x7 নিউজ টিভি চ্যানেলের সাংবাদিক আকাশ নাপাকে গুলি করা হয়েছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


এনডিটিভি নিউজ চ্যানেল জানায়, এনডিটিভির মরিয়ম আলাভি উত্তর-পূর্ব দিল্লির অন্য একটি অংশে শ্রীনিবাসন জৈনের সাথে রিপোর্ট করার সময় পিঠে আঘাত পেয়েছিলেন। ক্যামেরাপার সুশীল রাঠিও গুরুতর আহত হয়েছেন।গুণাসেকর মুখে আঘাত পেয়ে একটি দাঁত ভেঙেছে। গুণাসেকরকে আঘাত পাওয়া থেকে বাঁচাতে গেলে শুক্লাকে লাঠি দিয়ে পিঠে আঘাত করেছিল।

এনডিটিভি বলেছে যে সাংবাদিকদের উপর যখন হামলা চালিয়েছিল তখন এলাকায় কোনও পুলিশ সদস্য উপস্থিত ছিল না।

এই পরিস্থিতির জেরে গতকাল থেকে আটজন সাধারণ মানুষ ও একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন।