Latest News

Ad Code

দিনহাটায় বিজেপির কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ নিশীথ প্রামানিক


দিনহাটায় বিজেপির কার্যালয় উদ্বোধন করলেন সাংসদ নিশীথ প্রামানিক। তিনি জানান- "এতদিন আমাদের কর্মীরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দলের বিভিন্ন কাজ করে গেছেন, একাধিককবার আমাদের কার্যালয় ভেঙ্গে দেওয়া হয়।  আজ এই কার্যালয় উদ্বোধন হল। আসন্ন পৌর নির্বাচনের সমস্ত ধরণের কার্যাবলি এই কার্যালয় থেকেই পরিচালনা করা হবে।" 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


উপস্থিত ছিলেন দীপ্তিমান সেনগুপ্ত, অশোক মন্ডল, অমিত দাস সহ  দলের সমস্ত নেতা-কর্মী। 

পৌরসভা নির্বাচনের আগেই বিজেপির কার্যালয় উদ্বোধন এক বিশেষ কৌশল বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। 

বিস্তারিত ভিডিওতে-

Ad Code