উত্তরের গুণী সুজন অর্পিতা মিত্র 
শুভাশিস দাশ 


ছবি তাঁর কথা বলে । তুলির টানে মন জয় করে নিয়েছে শিল্পী মহলে এই শিল্পী । 
ছোট থেকেই আঁকার হাত টা ভালো দেখে বাড়ির অভিভাবকরা তাঁকে আঁকার প্রতি উত্সাহ প্রদান করেন এবং অঙ্কনের স্কুলে ভর্তি করে দেন । এরপর চলতে থাকে তাঁর আঁকা । 

অর্পিতার ঝুলিতে পুরস্কারও কম নেই । সমস্ত প্রতিবন্ধকতা কে দূরে ঠেলে 
মুখের ভাষাকে তুলির টানে ব্যক্ত করেন এই শিল্পী । 
দিনহাটা সহ উত্তরের বেশ কিছু আর্ট ওয়ার্কশপ 
এবং চিত্র প্রদর্শনীতে অর্পিতা অংশ নিয়েছে । 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


জল রঙ সহ শিল্প চর্চার বেশ কিছু মাধ্যম ওর রপ্ত । 
উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির সচিব বিশিষ্ট চিত্র শিল্পী রথীন্দ্রনাথ সাহা বলেন ' অর্পিতা একজন গুনী শিল্পী , ওঁর ছবি আঁকার হাত টা ছোট থেকেই বেশ পোক্ত , ' । 
অর্পিতা এগিয়ে চলুক তাঁর শিল্প চর্চার পথে এই শুভ কামনা রইলো ।