দেখতে দেখতেই একটা বছর পেরিয়ে গেলো। কিন্তু সেই স্মৃতি যে টাটকাই রয়ে গেছে মিলছে তার প্রমান। ২০১৯ এর ১৪ই ফেব্রুয়ারী সন্ত্রাসীদের বিস্ফোরক হামলায় কাশ্মীরের শহীদ হয় তরতাজা বহু প্রাণ। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে অবন্তীপুরের লেটোপারার কাছে একটি গাড়ি কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। হামলার জেরে চুয়ান্ন নম্বর ব্যাটলিয়নের বাসটি উল্টে যায়। বহু জওয়ান শহীদ হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জওয়ানদের দেহাংশ, গাড়ির যন্ত্রাংশ। ভ্যালেন্টাইন ডে-এর দিনেই এই ভয়াবহ বিস্ফোরক হামলায় কেঁদে উঠেছিল মায়ের মন, ভারত হারিয়েছে বীর সন্তানদের। সেই কালা দিবসে ভারতমাতার বীর সন্তানদের স্মরণ করতে ভোলেনি মানুষ। 

এদিন, দিনহাটার নিগম নগর এলাকায় ঘাটপার যুব সমাজের পক্ষ থেকে পুলওয়ামা জঙ্গি হামলার শহীদদের স্মরণে একটি মোমবাতি মিছিল সংঘটিত হয়। শহীদদের স্মরণে পায়ে পা মেলান নিগমনগরের বিপুল জনতা। মিছিলটি নিগমনগর এলাকা ঘুরে ঘাটপারে মিলিত হয়। এই হামলার মূল ষড়যন্ত্রকারীর কুশপুতুল দাহ করা হয় এদিন। দিকে দিকে আওয়াজ ওঠে ভারতমাতা কি জয়। ভারতমাতা কি জয়। হিন্দুস্থান জিন্দাবাদ। ভারতীয় সেনা অমর রহে। অনিমেশ বর্মন নামে এক ব্যক্তি বলেন, "বিগত বছর আজকের দিনে পুলওয়ামা হামলায় শহীদ হওয়া জওয়ানদের স্মরণে ঘাটপার যুব সমাজের পক্ষ থেকে এই কর্মসূচী। আমরা ভারতকে ভালোবাসি, ভারতের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।"