নাগরিকত্ব সংশোধনী আইন প্রনয়নের সাথে সাথেই সারা দেশ জুড়ে NRC, NPR ওCAA এর বিরোধীতায় সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। এনআরসি এর বিরোধীতায় গঠিত হয়েছে বহু সংগঠন। পশ্চিমবঙ্গে সেই সকল সংগঠন গুলির মধ‍্যে অন‍্যতম সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি। 

সারা বাংলা এনআরসি বিরোধী নাগরিক কমিটি কোচবিহার জেলার পক্ষ থেকে কোচবিহার সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম সমাজ মন্দিরের সম্মুখে রাজা রামমোহন রায় স্কোয়ারে ১০-১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলছে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের আজ চতুর্থ দিন। সাম্প্রদায়িকতা বিরোধী গান - পাঠ- আবৃত্তি ও বক্তব্যের মধ্য দিয়ে আজকের অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়।

এনআরসি-সিএএ-এনপিআর প্রতিরোধে এই অবস্থান বিক্ষোভে সভাপতিত্ব করেন কমিটির কার্যকরী সদস্য আমজাদ হোসেন। বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষক আব্দুল গফ্ফুর মিঞা, কাজল চক্রবর্তী, নূর কাশেম আলী মিঞা সহ আরো অনেকে। 

এছাড়াও, এদিন এই অবস্থান বিক্ষোভেই দ্রব‍্য মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে সরব হন তাঁরা। তীব্র নিন্দা করে জানিয়েছেন, "ভারতীয় জনজীবনে যখন অর্থনৈতিক দূর্দশা চরমে উঠছে, সংসারের চাহিদা মেটাতে, নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী যোগাতে মানুষের নাভিশ্বাস উঠছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার গুলোর জনপ্রতিনিধির ফলশ্রুতিতে দ্রব্যমূল্য আকাশছোঁয়া, ঠিক সেইসময় রান্নার গ্যাসের দাম আরো ১৪৯ টাকা বাড়িয়ে জনজীবনে আরও একটা বিরাট সংকট সৃষ্টি করলো কেন্দ্র সরকার। দেশের নাগরিকদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা করছি এবং রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।"