দিনহাটা মহাবিদ‍্যালয়ে CE -তে কম নম্বর দেওয়ায় অধ‍্যক্ষের অফিসের সামনেই আমরন অনশনে বসল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। 

অনশনকারিদের অভিযোগ, তাঁরা প্রত‍্যেকেই রসায়নের লিখিত ও ব‍্যবহারিক পরীক্ষায় উর্ত্তীন হলেও CE তে নম্বর কম দেওয়া হচ্ছে। নিয়মিত ক্লাস না করেও কিছু কিছু শিক্ষার্থীকে কলেজের হাতে থাকা নম্বর অনেক বেশি দেওয়া হলেও তাঁরা নিয়মিত ক্লাস করলেও তাঁদের ১০ এর মধ‍্যে ২ করে দেওয়া হয়েছে। বারবার একই ঘটনা ঘটায় এর জেরেই তাঁদের ফলাফলপত্রে xx এসেছে। অর্থাৎ, তাঁরা আর কোনো পরীক্ষায় বসতে পারবে না। তাঁদের দাবি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও এনিয়ে কোনো পদক্ষেপ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। 

অনশনকারী শিক্ষার্থীরা জানায়, এর আগে রসায়ন ডিপার্টমেন্টের প্রধান শিক্ষক পাষান স‍্যারকে এ বিষয়ে জানানো হয়েছে ও একটি পিটিশন দেওয়া হয়েছে। তিনি বিষয়টি সুরাহা করার আশ্বাস দিলেও কোনোরুপ ফল মেলেনি। তাই তারা আমরন অনশনের ডাক দিয়েছে। 

শিক্ষার্থীদের দাবি, CE এর প্রাপ্ত নম্বর দিয়ে তাদেরকে উর্ত্তীন করে দিতে হবে। এক শিক্ষার্থী জানায়, "আমাদের ওই নম্বর যোগ করে উর্ত্তীন করে দেওয়া হোক। আর কোনো দাবি নেই আমাদের। আমরা সাধারন শিক্ষার্থীরা এই অনশনে বসেছি। আমাদের সাথে রাজনীতির কোনো যোগ নেই।"