পশ্চিমবঙ্গ তৃণমূল উদবাস্তু সেলের পক্ষ থেকে CAA, NPR, NRC বিরোধী প্রচার নিগমনগরে ।
SER-20, নিগমনগর ১৩-ই ফেব্রুয়ারী, ২০২০ :পশ্চিমবঙ্গ তৃণমূল উদবাস্তু সেলের দ্বারা নিগম নগর এলাকায় caa, npr, nrc বিরোধী প্রচার অনুষ্ঠিত হলো হ্যান্ডবিল বিতরণ এর মধ্যে দিয়ে।
এই প্রচারে সাধারণ নাগরিকদের উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।
উক্ত প্রচারে উপস্থিত ছিলেন দিনহাটা ভিলেজ -২ গ্রাম পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মন মহাশয়, কর্মী সমর্থক দের মধ্যে প্রদীপ নাথ, আদিত্য দেবনাথ প্রমুখ ব্যক্তিবর্গ।
Social Plugin