প্রাথমিকে টেটের ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার নিয়ে প্রার্থীদের একাংশ কোর্টের দিকে তাঁকিয়ে। সেই মামলা আবার কোর্টে উঠবে বলে জানা গেছে। যদিও, প্রাথমিক পর্ষদ ৩৭ জন ওবিসি-এ প্রার্থীর ইন্টারভিউ আগেই শেষ করেছে। অনুমান ছিল, এই মামলা কোর্টে উঠলে সাধারন, ওবিসি-বি, এসটি, এসসি প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত সিদ্ধান্ত হবে কিন্তু তা হল না, আবার প্রতিভা মণ্ডলের প্রাথমিক এর ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা কোর্টে উঠবে শুনানির জন্য ।
এর আগে, কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন জানা গিয়েছিল যে শূন্যপদ সংক্রান্ত সমস্যার জেরে ইন্টারভিউ স্থগিত রয়েছে। ঝামেলা কেটে গেলেই বাকীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই মামলায় প্রায় 130 জনের মতন মামলাকারীর মধ্যে প্রায় 37 জন ওবিসি-এ মামলাকারীদের ইন্টারভিউ এর প্রক্রিয়া জন্য ডাকা হয়েছিল চলতি বছরের ১৫ ই জানুয়ারি।
পরবর্তী শুনানি আগামী ২৮শে ফেব্রুয়ারী। সেদিনই বাকিদের ভবিষ্যৎ কি হবে জানা যাবে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
২০১৮ এর ৩রা অক্টোবর কলকাতা হাইকোর্ট মামলাকারীদছর পক্ষে রায় দেয়। এরপর কোর্ট অবমাননার মামলা দায়ের হয়, মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৩০ জন প্রার্থীর লিস্ট বের করা হয়। সেই অনুসারে, ডকুমেন্ট ভেরিফিকেশন আরম্ভ হয় ও শূন্যপদ প্রকাশ করা হয়।
সেক্ষেত্রেও, কিছু ভুল-ত্রুটি সামনে আসে ও শূন্যপদ সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়ে আটকে রয়েছে। আবার এই মামলাটি শুনানির জন্য উঠলে বাকি তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।
Social Plugin