SER-10,ময়নাগুড়ি,২২ ফেব্রুয়ারি: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শৈবতীর্থ জল্পেশ মেলার উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন, অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ অন্যান্যরা।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দিরে গতকাল থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিবরাত্রি মেলা। সরকারি ভাবে মেলা চলবে দশ দিন। প্রথম দিনেই শিব চতুর্দশী উপলক্ষ্যে জল্পেশ মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মত।
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই জল্পেশ মেলা গোটা উত্তরবঙ্গের দ্বিতীয় এবং জলপাইগুড়ি জেলার সবথেকে বৃহত্তম মেলা নামে পরিচিত। মেলায় সমস্ত জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণাথীরা এখানে আসেন বাবা শিবের মাথায় জল ঢালতে।
প্রতিবছর শিব চতুর্দশীতে এই জল্পেশ মেলার আয়োজন করা হয়ে থাকে। শিব চতুর্দশী উপলক্ষ্যে হাজার হাজার পুন্যার্থী আসেন জল্পেশে বাবা শিবের মাথায় জল ঢালতে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
শুক্রবার জল্পেশে আসা পুন্যার্থীদের জন্য জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে মেলার মাঠে করা হয়েছে পুলিশ ক্যাম্প। ২৪ ঘন্টার জন্য থাকছেন তিনজন DSP, সাথে থাকছে বিরাট পুলিশ বাহিনীও । সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই ঐতিহাসিক শৈব তীর্থে ভিড় জমিয়েছেন। তবে আজ ব্যপক ভিড় হবে বলে মনে করছেন জল্পেশ মন্দির কমিটি।
জল্পেশ মন্দিরের নিরাপত্তার দিক খতিয়ে দেখতে মেলার আশেপাশের অংশগুলিকেও সিসিটিভি আওতায় আনা হয়েছে হয়েছে বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব। মেলায় কৃষি দপ্তর, জেলা শিল্প দপ্তর, এসজেডিএ এর তরফে স্টল দেওয়া হয়েছে।
জল্পেশ মন্দিরের নিরাপত্তার দিক খতিয়ে দেখতে মেলার আশেপাশের অংশগুলিকেও সিসিটিভি আওতায় আনা হয়েছে হয়েছে বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন্দ্রনাথ দেব। মেলায় কৃষি দপ্তর, জেলা শিল্প দপ্তর, এসজেডিএ এর তরফে স্টল দেওয়া হয়েছে।
Social Plugin