আচার্যের অনুপস্থিতিতেই সমাবর্তন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। রাজ্যপাল জগদীপ ধনেকড় সমাবর্তনে উপস্থিত হননি, বিধি মেনে উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এছাড়াও, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন প্রমুখ।
১৪ই ফেব্রুয়ারী কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনেকড় আমন্ত্রণ পাননি বলে ক্ষোভ প্রকাশ করে টুই্যট করেন। যদিও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি আমন্ত্রণ জানানো হলেও কোনোরুপ উত্তর মেলেনি। আর এর জেরেই সমাবর্তন কার্ডে তাঁর নাম রাখা হয়নি। সংঘাত চরমে পৌছায়। অবশেষে, উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়কে শোকজ করেন রাজ্যপাল জগদীপ ধনেকড়। ১৪ দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ফলে, সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করবেন কে এ নিয়ে প্রশ্ন ছিলই। অবশেষে আচার্য তথা রাজ্যপালের অনুপস্থিতিতেই অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়।
Social Plugin