SER-10,ময়নাগুড়ি, ১১ ফেব্রুয়ারি : NRC,NPR,CAA এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃণমূলের।

আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের সুস্তিরহাট বাজারে NRC,NPR,CAA এর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলে যোগদান করেন সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের শতাধিক তৃণমূল কর্মি সমর্থক।

আজ বিকেল পাঁচটা নাগাদ মিছিলটি শুরু হয় সাপ্টিবাড়ী ২ নং অঞ্চল অফিসের সামনের চৌপথি থেকে এবং পরে গোটা সুস্তিরহাট বাজার পরিক্রমা করা হয়।

মিছিলের শ্লোগানে তাদের মুখে শুধু একটাই কথা "NO NRC, NO CAA, NO NPR কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছিনা মানবোনা।"

সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি বাপি আলম বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায়ের নির্দেশে এবং সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে আজকে আমরা সুস্তিরহাট বাজারে  NRC,NPR,CAA এর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল শুরু করি। এবং যতদিন পযর্ন্ত এই NRC,NPR এবং CAA বন্ধো না হচ্ছে ততোদিন পযর্ন্ত আমাদের এইরকম কর্মসূচী চলবে।