NRC, NPR, CAA -এর বিরোধীতায় সরব হয়েছে প্রায় সকল রাজনৈতিক ও অরাজনৈতিক দল। নস্যশেখ উন্নয়ন পরিষদও লাগাতার NRC, NPR, CAA এর বিরোধিতায় সরব হয়েছে।

নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার আগে থেকেই নস্যশেখ উন্নয়ন পরিষদ উত্তরবঙ্গের বেশ কিছু জেলার মানুষকে ভুমিপুত্র দাবি করে আন্দোলনের ডাক দেয়। জেলায় জেলায় সভা সমাবেশ করে বেরিয়েছে। এদিন জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের বিধান নগর অঞ্চল কমিটির উদ্যোগে নস্যশেখ উন্নয়ন পরিষদ NRC এর বিরোধিতায়, CAA এর প্রত্যাহারের দাবি ও ভূমিপুত্র স্বীকৃতির দাবি নিয়ে একটি প্রতিবাদ সভা সংঘটিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলে রহমান, কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক মহাশয় প্রমুখ। 

বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সম্পাদক বজলে রহমান বলেন, কেন্দ্র সরকার মুসলিমকে তাড়ানোর জন্য একটা আইন দরকার তাই তারা এন আর সি নিয়ে এসেছে। এন আর সি করতে কোটি কোটি টাকা খরচ হবে। অথচ দেশে বেকার সমস্যা সমাধান হচ্ছে না, কৃষির উন্নয়ন হচ্ছে না, শিল্পায়ন হচ্ছে না ইত্যাদি বড় সমস্যা সমাধান করছে না নিয়ে আসছে এন আর সি। কারণ এখানে একটা বিশেষ টার্গেট আছে। আসামে এন আর সি করে যখন মুসলিমদের থেকে অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষ বেশি পড়েছে । তাদেরকে বাচানর জন্য নিয়ে এসেছে নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের দ্বারা তাঁদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আসছে কেন। আগামী দিনের ভোটের কথা চিন্তা করেই বলছে আগামীদিনে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে।