Latest News

6/recent/ticker-posts

Ad Code

জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিট এর পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা



নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিট এর পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা, ডেঙ্গু জ্বর সম্বন্ধে সচেতনতা ও সাবধানতা।

১১-০২-২০২০ তারিখ বেলডাঙ্গা-১ ব্লকের সহযোগিতায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাননীয় অভিজিৎ ব্যানার্জী মহাশয় প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট ও ভিডিও সহযোগে ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু জ্বরের চিকিৎসা, কীভাবে সাবধান হওয়া যায়, ডেঙ্গু রোধে পাঁচ অঙ্গীকার কী কী তার গুরুত্বপূর্ণ আলোচনা করেন। স্ক্রাব টাইফাস বিষয়েও সচেতন করেন। এছাড়াও জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মাননীয় অমিত কুমার মন্ডল মহাশয় এবিষয়ে তার মূল্যবান বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের সামনে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস, সহকারী প্রধানশিক্ষক মাননীয় মহঃ রাজীব হাসান, প্রোগ্রাম অফিসার অমিত কুমার মন্ডল মহাশয়সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।


এরপর ছাত্রছাত্রীদের নিয়ে নওপুকুরিয়া গ্রামে ডেঙ্গু সচেতনতা ও সাবধানতা বিষয়ে একটি পদযাত্রা করা হয়। এছাড়া রাস্তায় পথচলতি মানুষের বেলডাঙ্গা-১ ব্লক প্রেরিত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের ডেঙ্গু সচেতনতা ও সাবধানতা বিষয়ক লিপলেটও বিলি করা হয়। এলাকার জনগন বিদ্যালয়ের এন. এস. এস ইউনিটের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাননীয় মৃগাঙ্ক মৌলী বিশ্বাস মহাশয় বলেন, সামাজিক উন্নয়নে এধরনের নানা কর্মসূচি গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে জনগনকে সচেতন ও সাবধান করায় আমাদের মূল লক্ষ্য। প্রোগ্রাম অফিসার অমিত কুমার মন্ডল বলেন, ডেঙ্গু জ্বর সম্বন্ধে সচেতনতা ও সাবধানতা বিষয়ে এক মাস ব্যাপি জনসংযোগ ও সমাজ সচেতনতার এক অভিনব কর্মসূচির পর আবার নতুন করে এবিষয়ে চিন্তা ভাবনা। তবে সমাজ সচেতনতার কাজে আমাদের ছাত্র-ছাত্রীদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Ad Code