২৮শে ফেব্রুয়ারী ২০১৮ সাল থেকে মনপাখি প্রোডাকশন ইউটিউবে পথ চলা শুরু করে সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীর বাসিন্দা রফিকুল ইসলামের উদ্যোগে। পাশাপাশি তিনি একজন শিক্ষক। পেটলা নবীবকস উচ্চ বিদ্যালয়ে ভূগোল বিষয়ে সহশিক্ষক পদে কর্মরত। শুধু গান নয় সাথে সাথে তিনি একজন নাট্যকর। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে যায় আপামর দর্শক সাধারন।
২৫শে ফেব্রুয়ারী মনপাখি প্রোডাকশনে রফিকুল ইসলামের কথা ও সুরে মালদহের বাসিন্দা নিশিগঞ্জে শিক্ষক পদে কর্মরত সেলিম মমিনের কন্ঠে প্রকাশ হয় কোচবিহারের রাসের মেলা গান। কোচবিহারের ঐতিহ্য ও কোচবিহারের একতা সুন্দরভাবে ফুঁটে উঠেছে এই গানের মধ্য দিয়ে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin