![]() |
pic source: outlookindia.com |
রাজ্যের কলেজ গুলিতে আংশিক, চুক্তিভিত্তিক ও অতিথি শিক্ষকদের একই ছাতার তলায় নিয়ে এসে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পড়ুয়ারা ওই শিক্ষকদের যোগ্যতা নিয়ে সরব হয়েছিল। অতিথি অধ্যাপকদের যে ওই পদে কাজ করার যোগ্যতা নেই সেটা নিজেই স্বীকার করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চটোপাধ্যায়।
সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যায় উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং কলেজগুলির অধ্যক্ষদের নিয়ে বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, “কলেজগুলিতে অতিথি শিক্ষকদের বিষয়টি ‘ভেরিফিকেশন’ চলছে। নিয়ম দেখা হয়েছে। আমরা একটি কমিটি গঠন করেছি। তারা বিষয়টি দেখছেন। অনেকে ৫৫ শতাংশের নীচে রয়েছেন। ফলে সমস্যা তৈরি হচ্ছে। অনেকে ৫৫ শতাংশ পেয়েও অনেক দিন ধরে কাজ করছেন। সেটা নিয়েও একটা সমস্যা রয়েছে। এটাকে কী করে সমন্বয় করা যায়, দেখা হচ্ছে। আর যাদের যোগ্যতা রয়েছে, তাদেরটাও যত শীঘ্র সম্ভব দেখা হচ্ছে।’’
Social Plugin