.
pic source: pune mirror india times
কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গাদকরি শুক্রবার মুম্বাই ও পুনের মধ্যে বৈদ্যুতিক বাস পরিষেবা চালু করলেন। এই বাসটি ৪৩ আসন বিশিষ্ট, যা ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। দিনে দুবার এই বাসের পরিষেবা পাবেন যাত্রীরা। 

উদ্বোধনী অনুষ্ঠানে গাদকরি জানিয়েছেন, ৪-৫ বছরের চেষ্টায় এই দুই শহরের মধ্যে বাস চলাচলের সুযোগ করে দিতে পারলেন। আজ তিনি সফল। জন সাধারনের প্রতি আস্থা জ্ঞাপন করে তিনি বলেন, বিভিন্ন কর্পোরেশন, রাজ্য সরকার কর্পোরেশন, বেসরকারি অপারেটররা-এ বছরে ১০০০০ বৈদ্যুতিক বাসের পরিষেবা চালু করবে। এরজন্য কেন্দ্র সরকার বৈদ্যুতিক মহাসড়ক তৈরির পরিকল্পনা করেছে। 
তিনি দিল্লী-মুম্বাই বৈদ্যুতিক লেনটি উন্নতির জন্য সরকারীর পাশাপাশি বেসরকারি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে। 

এই পরিষেবার সাথে যুক্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আশেপাশের রাজ্য গুলিতেও এই পরিষেবা চালু করতে ইচ্ছুক তাঁরা।