'মা' নামক এক ধারণা কে
রাজা
প্রভু বলেছেন " অন্ধকারের নিজস্ব বাধানিষেধ আছে" - সে সবই মেনে নিলেও, কেন এমন সন্ধ্যা প্রদীপ হাতে তারই ছায়ামূর্তি দেখতে পাই!বেপথের মায়ায় ফেঁসে গেছি বলেই এ জন্মে আর সাধনা হল না। তবু, ভাঙ্গা মন্দিরের কাছে যেমন আশ্রয় চাইতে আসে অমাবস্যার রাত। ইদানিং, আমারও যুক্তিহীন চুপ তার কোলে মাথা রাখতে ইচ্ছে করে।
Social Plugin