রবীন মজুমদার, কাকদ্বীপ: গঙ্গাসাগর মেলার প্রাক্কাল থেকেই শুরু হয়েছে সাফাই অভিযান। কাকদ্বীপ ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত গুলিতে কাকদ্বীপ প্রশাসনের তরফ থেকে প্রতিদিন একটি করে সাফাই অভিযান কর্মসূচি নেওয়া হচ্ছে। এই দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বর্জন এবং পরিবেশকে সুস্থ রাখতে সাফাই অভিযান চালায় কাকদ্বীপ রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন কাকদ্বীপ বিডিও দিব্যেন্দু বিশ্বাস কাকদ্বীপ হারু পয়েন্ট কোস্টাল থানার O.C. কৃষ্ণেন্দু বিশ্বাস, রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল কান্ত ভূঁইয়া ও গোলাপী বর্মন (Organization:- Knowledge Links Private limited, Delhi  Designation: WASH Manager)।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



এই সাফাই অভিযান এর মধ্য দিয়ে 'ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন রকম প্লাস্টিকের ক্যারি ব্যাগ ও প্লাস্টিক জাতীয় থালা গ্লাস বাটি উদ্ধার করে এবং তাদের প্লাস্টিক বর্জনের জন্য আহ্বান জানানো হয়। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেককে প্লাস্টিক বর্জন করার জন্য অনুরোধ করে একটি করে গোলাপ দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয়।' কাকদ্বীপ বিডিও দিব্যেন্দু বিশ্বাস জানান "ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত গুলিতে আমরা মানুষকে নোংরা আবর্জনা এবং প্লাস্টিক ব্যবহার এর বর্জন করার অনুরোধ করছি যাতে আগামী দিনে পরিবেশকে সুস্থ রাখার জন্য একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারে। তাই আমরা প্রতিদিন একটি করে সাফাই অভিযানের মধ্য দিয়ে মানুষকে পরিবেশকে সুস্থ রাখার জন্য অনুরোধ করছি এবং মানুষ আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা চাইছি প্লাস্টিক কে সম্পূর্ণরূপে বন্ধ করার এবং গ্রাম বাংলার পরিবেশকে ময়লা নোংরা আবর্জনা থেকে মুক্ত রেখে সমাজকে সুস্থ রাখার প্রচেষ্টা চালাবো।"