Latest News

6/recent/ticker-posts

Ad Code

গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?-পরিকল্পনা মন্ত্রী

pic source:bd24report


গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?-পরিকল্পনা মন্ত্রী 



সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি গবেষণায় অবদান রাখায় দু’জনের হাতে পুরস্কার তুলে দিয়ে সবাইকে কচুরিপানা খাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?

ওই অনুষ্ঠানে কচুরিপানাকে মানুষের খাওয়ার উপযোগী করে তোলা যায় কি না তা নিয়ে গবেষণা করার নির্দেশ দিলেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তাঁর দাবি, গরু তো কচুরিপানা খায়। তাহলে মানুষ পারবে না কেন? সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গরু তো কচুরিপানা খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন? গবেষণা করে কচুরিপানার পুষ্টিগুণ বাড়ানো যায় কি না দেখা দরকার।’

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

এদিন কাঁঠালের আকার নিয়েও নিজের দুশ্চিন্তার কথা জানান মান্নানসাহেব। বলেন, ‘এত বড় বড় কাঁঠাল হচ্ছে যে তার ৪০ শতাংশই নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের দেখা উচিত কাঁঠালের মাপ একটু ছোট করা যায় কি না।’


Ad Code