Pic source: TOI

আবারও পিছিয়ে গেলো আপার প্রাইমারির শুনানি। আপার প্রাইমারির শুনানিনর জন‍্য কোর্টের দিকে তাকিয়ে কয়েক হাজার পরীক্ষার্থী। কিন্তু, এদিনও অপেক্ষার অবসান হলো না। 

বুধবার, আপার প্রাইমারী কেসের শুনানি ৩৯ নম্বর কোর্টে ছিল। বিকাল তিনটের পর শুনানি শুরু হবার কথা ছিল। যদিও পিটিশনারদের পক্ষের অ্যাডভোকেট সুবীর বাবু ও বিকাশ বাবু আদালতে এসে বিচারপতির কাছে ২৫ ফেব্রুয়ারী ডেট চেয়ে নেন। তাঁদের আর্জিকে মান‍্যতা দিয়ে আপারের পরবর্তী শুনানির তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

অভিযোগ উঠছে, ইন্টারভিউতে প্রশিক্ষিত প্রার্থীদের না ডেকে অপ্রশিক্ষিত প্রার্থীদের ডেকেছে এসএসসি। এর পরেই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, আদালতের দারস্ত হন বেশ কয়েকজন প্রশিক্ষিত চাকুরীপ্রার্থী। আর সেই গুরীত্বপূর্ন মামলার শুনানি বারবার পিছিয়ে নিরাশ করেই চলছে প্রার্থীদের। এখন, দেখার ২৫শে ফ্রেবুয়ারী কি হয়‌।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222