![]() |
Pic source: news nation |
মাধ্যমিকপরীক্ষা নিয়ে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। তারপরেও, প্রথমদিন থেকেই প্রশ্নফাঁস কান্ডে জেরবার হলেও কিছুটা মুখরক্ষা হয়েছে পর্ষদের। এবার, খাতা দেখা নিয়ে কঠোর হল পর্ষদ।
প্রতিবছরেই উত্তরপত্র মূল্যায়নকে কেন্দ্র করে অভিযোগে জেরবার হয় পর্ষদ। দেখা যায়, উত্তরপত্র মূল্যায়ন, নম্বর গোনাসহ একাধিক ভুলের কারণে আশানুরুপ নম্বর না পেয়ে কিছু পরীক্ষার্থী নম্বর বৈষম্যের অভিযোগ তুলে আরটিআই করে, অনেক পরীক্ষার্থী রিভিউ ও স্ক্রুটিনি করে। এর জেরে প্রত্যেক বছরই কয়েক হাজার পরীক্ষার্থীর নম্বর বাড়ছে।শুধু তাই নয় নম্বর বাড়ার জেরে পরিবর্তন হচ্ছে মাধ্যমিকের মেধা তালিকাও। আর তাই এ বছর নড়েচড়ে বসেছে মধ্যশিক্ষা পর্ষদ।
উত্তরপত্র মূল্যায়নে কোন রকম বৈষম্য করলেই শিক্ষকদের পড়তে হবে বিভাগীয় তদন্তের মধ্যে।গত শুক্রবার বাংলা ও ইংরেজি উত্তরপত্র মূল্যায়ন নিয়ে ডাকা এক বিশেষ বৈঠকে প্রধান পরীক্ষকদের কার্যত সতর্ক করে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শুধু মূল্যায়নে ভুল নয়,নম্বর গুনতে ভুল করলেও কড়া শাস্তির মুখেই পড়তে হবে শিক্ষকদের।
পর্ষদের পক্ষ থেকে শিক্ষকদের একটা খসড়া দেওয়া হয়েছে, কোন প্রশ্নের কত নম্বর দিতে হবে তা সংক্রান্ত। পাশাপাশি, উত্তরে কি কি লেখার জন্য কত নম্বর দেওয়া হল সে বিষয়েও উত্তরপত্রে জানিয়ে দিতে হবে বলে নির্দেশ। শিক্ষকদের উত্তরপত্রে প্রত্যেকটি প্রশ্নের মূল্যায়ন করার পর নির্দিষ্ট করে একটি টেবিল আকারে তার বর্ণনাও দিতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে না বললেও তিনি জানান "যা নির্দেশ দেওয়ার প্রধান পরীক্ষকদের দেওয়া হচ্ছে, আশা করি তাদের দেওয়া নির্দেশাবলী দেখেই তারা উত্তরপত্র মূল্যায়ন করবেন।"
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin