গত ৬ই ফেব্রুয়ারী নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) প্রতিষ্ঠার একশত বৎসর পূর্ণ হয় । বিশ্বে মাধ্যমিক স্তরের আর কোন শিক্ষক সংগঠন এত প্রাচীন,এত বড় ও এত ঘটনা বহুল, শিক্ষক শিক্ষা কর্মী সংগঠন নেই বলে জানাযায় ।

রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হচ্ছে শতবর্ষ। আজ শতবর্ষের আলোকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা শাখার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। 

জেলার পাঁচটি মহাকুমার অন্তর্ভুক্ত জোন গুলিতে প্রথম মহকুমা পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয় । প্রত্যেকটা মহাকুমার চ্যাম্পিয়ন দল গুলি কে নিয়ে গত 21 শে ফেব্রুয়ারি কোচবিহার এমজিএন স্টেডিয়ামে সেমিফাইনাল জেলা স্তরের ম্যাচ অনুষ্ঠিত হয়।

আজ 23 শে ফেব্রুয়ারি দিনহাটা পশ্চিম জোন এবং তুফানগঞ্জ জোনের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার আগে  সমিতির পতাকা উত্তোলন করেন এবিটিএ কুচবিহার জেলার সভাপতি শ্রী শ্যামালেন্দু দাস। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবিটিএ কোচবিহার জেলার সম্পাদক শ্রী সুজিত দাস। ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার বাম পরিষদ নেতা ড. সুজন চক্রবর্তী । উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী শ্রী অনন্ত রায়, প্রাক্তন রাজ্যসভার সাংসদ শ্রীকান্ত রায়, প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান অখিল প্রামাণিক, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার জেলার প্রাক্তন সম্পাদক শ্রী কুমুদ রঞ্জন পোদ্দার , বিমল বোস প্রমূখ।  এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলার প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড়গণ। উপস্থিত ছিলেন অগণিত ক্রীড়াপ্রেমী শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী এবং ক্রীড়ামোদী নাগরিক।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222
আজকের ফাইনাল খেলায় জয় লাভ করে দিনহাটা পশ্চিম আঞ্চলিক শাখা। খেলার শেষে বিজয়ী এবং বিজিত দলের এবং সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন ক্রীড়ানুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং সংগঠনের জেলা নেতৃত্বগন।

১১ ওভারে তুফানগঞ্জ 57 রান করে  সব উইকেটের বিনিময়ে। ব্যাট করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে জয় ছিনিয়ে নেয় দিনহাটা পশ্চিম আঞ্চলিক শাখা।

বেস্ট ব্যাটসম্যান হিসাবে দীপক কুমার ধর ,বেস্ট ফিল্ডার হিসাবে আরিফ রহমান,বেস্ট বলার হিসাবে অশেষ ভৌমিককে পুরস্কৃত করা হয়।

তথ্য ও ছবিঃ খগেন্দ্রনাথ সরকার

আরও পড়ুনঃ এখন থেকে ফোনেই পাওয়া যাবে শিক্ষক- জানুন কখন, কীভাবে