যুবকমাঠ
তানিয়া সাহা

সবুজ মাঠের ওপর আমার টান আছে
মাঠকে মনে হয় গায়ের জামা খুলে ফেলে দেওয়া কোনো এক যুবক
বুক খুলে রেখেছে জগতের সামনে
মনে হয় গিয়ে শুয়ে পড়ি মাঠে
মনে হয় গিয়ে শুয়ে পড়ি বুকে

তুমি বলো মাঠে গিয়ে এতটা ভাল লাগবেনা যতটা দূর থেকে লাগছে

ফাঁকা লাগবে

শূণ্য লাগবে

এইসব কথা তোমার ঠোঁট থেকে শুষে নিতেই কাছে আসা
এইসব কথা সবাই বলেনা
যেমন তুমি বুক খোলা মাঠের ওপর দাঁড়িয়ে বলে দিলে
আমাকে ছুঁয়েছে যে পুরুষ তার সামনে আমাকে ছোঁয়ায় আছে এক অদ্ভুত আনন্দ
এইসব সত্যি কথা সবাই বলেনা
   এইসব নিষ্ঠুর কথা সবাই বলতে পারেনা

মাঠের ভেতর আরো সবুজ
সবুজের ভেতর আরো শূণ্য
শূণ্যের ভেতর দাঁড়াই এসো
যুবকের এই খোলা বুকে দাঁড়িয়ে বলি
                           ...তোমায় ভালোবাসি আমি
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222