Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুলবামা কান্ডে ৪২ জন শহীদ কে শ্রদ্ধা জানালো গ্রামবাসী


রবীন মজুমদারদ, দক্ষিণ ২৪ পরগনা:  ২০১৯ সালের  ১৪ই ফেব্রুয়ারি ঠিক আজকের দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন ডে ভালোবাসার দিবসে কেই বা ভাবতে পেরেছিল ভারতবর্ষের কোল খালি করে ৪২ জন জওয়ান সন্ত্রাসীদের বিস্ফোরক হামলায় শহীদ হবে। সেদিন শুধু কাশ্মীর নয় কেঁপে উঠেছিল গোটা ভারত বর্ষ। প্রত্যেক মায়ের বুকের যন্ত্রণা ছিল সেই শহীদদের উদ্দেশ্যে, যারা সন্ত্রাসবাদীদের প্রাণঘাতী হামলায় শহীদ হয়েছিলেন। 

আজ সেই কালা দিবস। ভারতবর্ষের প্রতিটি কোনায় প্রত্যেক মায়ের আর্তনাদ ফেটে গিয়েছিল ২০১৯ সাল ১৪ ই ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিন। কেউ ভাবতে পারেনি এই রকম একটি ভালোবাসার দিনে ভারতবর্ষের ইতিহাসে কালা দিবস নামে লেখা হবে। তাই সেই দুঃখ বেদনা যন্ত্রণা কে বুকে রেখে আজ ২০২০ সাল ১৪ ই ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে বাসী সমাজের সকল স্তরের মানুষ ও ৪২জন শহীদ জাওয়ানদের ধূপকাঠি, মোমবাতি এবং গোলাপ ফুলের শ্রদ্ধার্ঘ্য জানালো।

Ad Code