মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার ১৫৪ তম জন্মদিবসে দিনহাটা কলেজের বিপরীতে পঞ্চানন ছাত্রবাস সংলগ্ন প্রতিকৃতিতে মাল্যদান  কর্মসূচী অনুষ্ঠিত হল SFI - DYFI এর উদ‍্যোগে।

এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, DYFI জেলা সহসভাপতি অভিনব রায় সহ ছাত্র নেতা টুটুল সরকার, সৌরভ সরকার, অন্যনা ভট্টাচার্য,  ও যুব নেতা সোহম চক্রবর্তী, সহ অন্যান নেতৃত্বরা।

SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস জানান, যে অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছি সে সময় দাঁড়িয়ে যায় সাহেব পঞ্চানন বর্মা যে সমস্ত কর্মকান্ড গুলি চালিয়ে গেছেন, শিক্ষার স্বার্থে, সমাজের স্বার্থে যে সকল কাজ গুলো করে গেছেন, তাঁর ভাবনা চিন্তা সেগুলো ছড়িয়ে দিতে পারলে জন মানসে একটা প্রভাব পড়বে। আজ তার জন্মদিনে দাঁড়িয়ে কোচবিহার জেলার সুস্থ পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি তুলছি। সেই সাথে সাথেই রায় সাহেবের জন্মভিটে খলসামারিতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস  অবিলম্বে গড়ে তোলার দাবি তুলছি। ভোট আসলে রায় সাহেব কে নিয়ে ভিন্ন রাজনীতি হয়। অথচ আজকের দিনে কোনো দলের কোনো কর্মসূচী নেই। আজকের এই দিনে সামাজিক উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত করার ও মানুষের শিক্ষার যে আন্দোলন তার ভূমিকা তুলে দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানাচ্ছি।