SER-10,৩ ফেব্রুয়ারি : সোমবার বিকাল ৫টা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পদমতি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোট্রপাট্টির   জাতীয় সড়কে সরকারি যাত্রীবাহী বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় এক বাইক চালক। জানা যায়,আজ বিকাল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে ভোট্রপাট্টি পেট্রোল পাম্পের সামনে। ওই এলাকার স্থানিয় শুভম রায় ও চিরঞ্জীৎ রায় বলেন, আজকে সোমবার বিকাল ৫টা নাগাদ ময়নাগুড়ির থেকে কোচবিহারের দিকে ছুটছিলেন একটি যাত্রীবাহী কোচবিহার ডিপো । আর অপরদিকে কোচবিহারের দিক থেকে ভোট্রপাট্টির দিকে আসছে এক বাইক আরহী। ভোট্রপাট্টির পেট্রোল পাম্পের সামনে মুখোমুখি সংঘর্ষ হয় সরকারি যাত্রীবাহী বাসের সাথে বাইক চালকের।মুখোমুখি সংঘর্ষে ছিটকে পরে বাইক চালক। গুরুতর জখম অবস্থায় তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং তার অবস্থা খুবই গুরুতর। পরে বাসটি পালানোর চেষ্টা করলে তাকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই  কিলোমিটার দূরে আটক করে স্থানিয় মানুষেরা।

এ'নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায় এবং সরকারি বাসে পাথর দিয়ে ঢিল ছুরতে শুরু করে স্থানিয় মানুষেরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। ময়নাগুড়ি থানার পুলিশের সাথে ছুটে আসে একটি দমকলের ইঞ্জিনও। ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

 তবে এখনও পযর্ন্ত বাইক চালকের পরিচয় জানা যায়নি  । ময়নাগুড়ি থানার পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।