একদিকে যখন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় রাজ‍্য শাসকদল তৃণমূল কংগ্রেসসহ প্রায় সকল রাজনৈতিক ও অরাজনৈতিক দল পথে নেমে আন্দোলন, বিক্ষোভ, সমাবেশ করছে ঠিক তখনিই নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে পথে নেমেছে কেন্দ্র শাসক দল বিজেপি। মানুষের কাছে গিয়ে দ্বারে দ্বারে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সচেতনতা ও বিস্তারিত জানানোর কাজ চালাচ্ছে। 

এদিন দিনহাটায় নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে দেখা যায় রাজ‍্য বিজেপি সদস‍্য সর্বরি মুখার্জিকে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সহ মন্ডলের সদস‍্যগন, বুথ সভাপতি ও মহিলা মোর্চা কমিটির সদস‍্যসহ একাধিক বিজেপি নেতৃত্ব।

সর্বরি মুখার্জি বলেন, "বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। NRC -এর কোনো কথাই CAA এর মধ‍্যে নেই। CAA নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয়। যা নিয়ে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, সিপিআইএম নোংরা রাজনীতি করছে।"

মূখ‍্যমন্ত্রীর উদ্দ‍্যেশে তিনি বলেন, " সাধারন মানুষের ক্ষমতায় সরকারে এসেছেন অথচ সাধারন মানুষের সাথে দ্বিচারিতা করছেন। কেন?" 

তিনি আরো বলেন, "একটা সময় সিপিআইএম এই উদ্বাস্তুদের জন‍্য আন্দোলন করেছেন আর আজ তারাই CAA এর বিরোধীতা করছে। এ কেমন দ্বিচারিতা।"

বিস্তারিত শুনুন ভিডিওতে-