Pic source: millennium post

কলকাতা বিমানবন্দরের মুকুটে নতুন পালক। দেশের সব বিমানবন্দরকে পিছনে ফেলে রেখে স্বচ্ছতার দিক থেকে সবচেয়ে ‌পরিষ্কার বিমানবন্দরের শিরোপা পেল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। অসামরিক বিমান চলাচলে পরিষ্কার পরিচ্ছন্নতা, যাত্রী সুরক্ষায় এগিয়ে থাকা - এসব বিষয় নিয়ে দেশের ৪৩ টি বিমানবন্দরের মধ্যে প্রতিযোগিতা করেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বিমাবন্দরের শৌচাগার ও টার্মিনালের স্বচ্ছতার নিরিখে 'স্বচ্ছতা ২০১৯ অ্যাওয়ার্ড’ এল এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া পরিচালিত কলকাতা বিমানবন্দরে।

কর্তৃপক্ষ বিমানবন্দরকে সম্পূর্ণ নতুন রূপে সাজিয়ে পুরো চেহারাটাই পাল্টে দেয়। সমস্ত শৌচালয়কে নতুন সামগ্রী দিয়ে গড়ে তোলা হয় এবং প্রতি ঘণ্টায় শৌচালয় পরিষ্কার করা এবং তা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। শৌচালয়ের বাইরে ‘স্মাইলি’ মেশিন বসানো হয় এবং কর্তৃপক্ষ তাতে যাত্রীদের প্রতিক্রিয়া দেখে যথাযথ ব্যবস্থা নেন। এছাড়াও কিছু সিঙ্গেল ইউজড প্লাস্টিক-এর ব্যবহার বিমানবন্দরে সম্পূর্ণভাবে বন্ধ করা, প্লাস্টিক বোতল ক্রাশিং মেশিনও বসানো হয়েছে বিমানবন্দরে।