বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এখন আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। মোতেরার নাম বদলে নাম বদলে খন সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। নবনির্মিত মোতেরার এই স্টেডিয়াম দর্শকাসন ১,১০,০০০ । ১৯৮৩ সালে যার দর্শকাসন ৫৪০০০ ছিল। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি মরুগেশ জয়কৃষ্ণ ১৯৮৩ সালে ৮ মাস ১৩ দিন ধরে এই মোতেরা স্টেডিয়ামটি নির্মান করেছিলেন ।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হল আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। কিন্তু এই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি মোতেরা স্টেডিয়ামের প্রাণপুরুষ মরুগেশ জয়কৃষ্ণকে। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, গুজরাট ক্রিকেটের অন্যতম কর্তা এবং বোর্ড সচিব জয় শাহ-এর আমন্ত্রনে এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বোর্ডের অন্যান্য কর্তারাও। কিন্তু, এই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি মোতেরা স্টেডিয়ামের প্রানপুরুষ মরুগেশ জয়কৃষ্ণকে। 

'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে আমন্ত্রন না পেয়ে কিছুটা অভিমান হলেও ,তাঁর হাতে তৈরি মোতেরা বিশ্বের অত্যাধুনিক বৃহত্তম স্টেডিয়াম হওয়াতেই আজ খুশি মরুগেশ জয়কৃষ্ণ ।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222