চীন, দক্ষিন কোরিয়া ইত্যাদি দেশগুলোই হলো ফ্রিজ, টিভি, এসির মূল উৎপাদন কেন্দ্র। কিন্তু চিন প্রবলভাবে আক্রান্ত হয়ে পড়েছে করোনা ভাইরাসে। এমনকি দক্ষিন কোরিয়াসহ বেশ কিছু দেশে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। আর, এই করোনা ভাইরাসের আতঙ্কেই মূল্য আকাশ ছোঁয়া হতে পারে ফ্রিজ, টিভি, এসির মতো বেশ কিছু ইলেক্ট্রনিক দ্রব্যের। শুধু ভারত নয় অন্যান্য বাজারেও এই প্রভাব পড়বে বলে।
সূত্রের খবর, ব্যবসায়ীরা চিন ও দক্ষিন কোরিয়ায় যোগাযোগ করলে অবস্থা সংকটে রয়েছে বলে জানিয়েছে। ইলেক্ট্রনিক দ্রব্যগুলির পর্যাপ্ত স্টক না থাকার জেরে দ্রব্যের দাম ১০ থেকে ১৫ শতাংশ বা তারই বেশি বৃদ্ধি পেয়ে যাবে অনুমান ব্যবসায়ীদের। এসি ও ফ্রিজের অন্যতম মূল জিনিস, কম্প্রেশারটি চীন থেকে আসে কিন্তু চীন করোনা ভাইরাসে জেরবার। এর জেরেই, উৎপাদনে প্রভাব পড়তে চলেছে। অ্যাপেল ঘোষণা করেছে, করোনা ভাইরাসের জন্য শেষ কোয়ার্টারে উত্পাদন বেশ কিছুটা কমে গিয়েছে। মোবাইল ফোনের সাথে সাথে গ্রীষ্মকালে কুলিং মেশিনের সরবরাহতেও পড়বে ভাটা। ফলে দামও বেড়ে যাবে।
Social Plugin