অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড যোগ হওয়ার কথা চলছে। সম্প্রতি ফেব্রুয়ারির শুরুতে অ্যানড্রয়েড ও আইওএস বিটা ভার্সানে ডার্ক মোড পৌঁছায়। এবার স্টেবল ভার্সানে এই ফিচার আসতে চলেছে। শুরুতে ডার্ক মোডে চ্যাটের সময় কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার হচ্ছিল। সাম্প্রতিকতম আপডেটে হোয়াটসঅ্যাপ ডার্ক মোডে চ্যাট-স্ক্রিনে ব্যাকগ্রাউন্ডে একাধিক নতুন রঙ দেখা গিয়েছে। কালো রঙ ছাড়াও এবার হোয়াটসঅ্যাপ ডার্ক মোডের চ্যাট স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে ২৭টি গাঢ় রঙ ব্যবহার করা যাবে। নতুন এই রঙগুলি ব্যবহার করলে কম আলোতে চোখে আরাম মিলবে।

প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান 2.20.60 ইন্সটল করলে এই ফিচার ব্যবহার করা যাবে। অথবা APKMirror এর মতো থার্ড পার্টি স্টোর থেকে .apk ফাইল ডাউনলোড করে অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ডার্ক মোড এনেবল করবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপ ওপেন করুন- 

-> সেটিংস এ যান-> চ্যাট সিলেক্ট করলে 'wallpaper’ বিভাগ দেখতে পাবেন। সেখান থেকে solid color 
এখানে ডার্ক মোড ব্যবহার করা যাবে।