Pic source: carrier 360

বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত দিল্লী। লাগাতার মৃত‍্যুর খবর একের পর এক এসেই চলছে। দিল্লী হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে ফেসবুকে পোস্ট করায় গ্রেফতার করা হল অসমের শিলচরের কলেজ অধ্যাপক সৌরদীপ সেনগুপ্তকে। শিলচরের গুরুচরণ শীল কলেজের অতিথি অধ্যাপক সৌরদীপ সেনগুপ্ত ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহকারী সম্পাদক ছিলেন।

কয়েকদিন আগে সৌরদীপ ফেসবুকে লেখেন, এক গণহত্যাকারীকে আমরা দু'বার নির্বাচন করেছি। এই পোস্টের জেরে কলেজে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর, ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেন ঐ শিক্ষক। এদিকে, তাঁর বাড়িতেও বিক্ষোভ দেখানো হয়। পরিবারের সদস‍্যদের ক্ষমা চাওয়ার জন‍্যও চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এসময়ে বাড়িতে ছিল না সৌরদীপ। সৌরদীপ বাড়ি ফিরতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। 
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222



তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।