2015 সালের পর এখনোও পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়নি l 2017 সালে শিক্ষক নিয়োগের পরও 30000 হাজারেও বেশি শিক্ষকপদ এখনো ফাঁকা রয়েছে l তাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে বড়োসড়ো পদক্ষেপ নিয়েছে শিক্ষা দপ্তর l এমনই খবরে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।
2017 সালের পর একবার নিয়োগের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল তাতে বহু পরীক্ষার্থী আবেদন করেছিলেন কিন্তু টেট নেওয়া হয়নি l তাঁদের আবার আবেদন করতে হবে বলে সূত্রে খবর l
দুই বছরের প্রশিক্ষণ ও উচ্চ মাধ্যমিকে 50% বাধ্যতামূলক, তবে তপশীলি জাতি, অনগ্রসর শ্রেণীদের জন্যে আসন সংক্ষরিত থাকবে l যে সমস্ত খবরাখবর বেরিয়ে আসছে তাতে ১৫০০০ এর বেশি কিছু শূন্য পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট অনুষ্ঠিত হতে চলেছে ।
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
তবে অভিজ্ঞ মহলের ধারণা পৌরভোটে শিক্ষিত বেকারদের ভোট টানতে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান পত্রিকা সূত্রে জানা গেছে টেট পরীক্ষা বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়ে দেওয়া হবে। কয়েক হাজার শূন্যপদে টেটের মাধ্যমে এই নিয়োগ হবে।
Social Plugin