Jio Phone গ্রাহকদের জন্য দুটি নতুন প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হল Jio। 49 টাকা ও 69 টাকা প্ল্যানে 14 দিন বৈধতা পাওয়া যাবে। দুটি প্ল্যানের সঙ্গেই ভয়েস কলিং, এসএমএস ও ডেটার সুবিধা পাওয়া যাবে। তবে শুধুমাত্র Jio Phone গ্রাহকরাই এই দুই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

69 টাকা প্ল্যানে প্রতিদিন 0.5GB ডেটা পাওয়া যাবে। ডেটার সীমা শেষ হলে স্পিড কমে হবে 64Kbps। এই প্ল্যানে সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 250 মিনিট টকটাইম। সঙ্গে 25 টা এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

49 টাকা ও 69 টাকা প্ল্যানে Jio Phone গ্রাহকরা 14 দিন বৈধতা পাবেন।

49 টাকা প্ল্যানে মোট 2GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানেও সব Jio নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যাবে। অন্য নেটওয়ার্কে ভয়েস কল করার জন্য থাকছে 250 মিনিট টকটাইম। সঙ্গে 25 টা এসএমএস ও সব Jio অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে।