Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্রমে হ্রাস পেয়েই চলছে মাধ‍্য‍্যমিকের উত্তরপত্র দেখার সময়সীমা-কম সময়ে সঠিক মূল্যায়ন কি করে সম্ভব, উঠছে প্রশ্ন

মাধ্যমিক পরীক্ষা শেষ, এবার খাতা দেখার পালা। তবে খাতা দেখার সময় সীমা নিয়ে পরীক্ষকদের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।  

অভিযোগ, মাধ‍্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার সময়সীমা কয়েক বছর ধরে কমেই চলছে। পরীক্ষকদের একাংশ জানিয়েছে, ২০১৮ সালে খাতা দেখতে ২৬-২৭ দিন সময় দেওয়া হয়েছিল। ২০১৯-এ তা কমে হয় ২৩-২৪ দিন সময় দেওয়া হয়েছিল । কিন্তু, এ বছর তা আরও কমিয়ে ১৯-২০ দিন দেওয়া হয়েছে। 
 
পরীক্ষকদের একাংশ মনে করছে, এইভাবে সময় কম দেওয়া হলে খাতা দেখার ক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাবনা রয়ে যায়। সময় যত কমবে খাতা তত দ্রুততার সাথে দেখতে হবে। ফলে, ভুলভ্রান্তির আশংকা থেকেই যায়।

সেই সাথে আবার অনেক পরীক্ষক মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক দুই ক্ষেত্রেই খাতা দেখেন। সেক্ষেত্রে, অনেকটা চাপ থেকে যায়। 

ফলে এতো কম সময়ে  সঠিক মূল্যায়ন কি করে সম্ভব, তা নিয়ে উঠছে প্রশ্ন। 



Ad Code